২ বাদশাহ্‌নামা 18:8-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তিনি গাজা ও তার সীমা পর্যন্ত, প্রহরীদের উঁচু পাহারা-ঘর থেকে প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত, ফিলিস্তিনীদের আক্রমণ করলেন।

9. হিষ্কিয় বাদশাহ্‌র চতুর্থ বছরে, অর্থাৎ ইসরাইলের বাদশাহ্‌ এলার পুত্র হোসিয়ার সপ্তম বছরে আসেরিয়ার বাদশাহ্‌ শালমানেসার সামেরিয়ার বিরুদ্ধে তা অবরোধ করলেন।

10. আর তিন বছর পরে আসেরিয়েরা তা অধিকার করলো; হিষ্কিয় বাদশাহ্‌র ষষ্ঠ বছরে ও ইসরাইলের বাদশাহ্‌ হোসিয়ার নবম বছরে সামেরিয়া অন্যের অধিকারে চলে গেল।

11. পরে আসেরিয়ার বাদশাহ্‌ ইসরাইলকে আসেরিয়া দেশে নিয়ে গিয়ে হলহে, হাবোরে, গোষণের নদীতীরে এবং মাদীয়দের নানা নগরে স্থাপন করলেন।

12. এর কারণ এই, তারা তাদের আল্লাহ্‌ মাবুদের মান্য করতো না; বরং তাঁর নিয়ম অর্থাৎ মাবুদের গোলাম মূসার সমস্ত হুকুম লঙ্ঘন করতো, তা শুনত না, পালনও করতো না।

২ বাদশাহ্‌নামা 18