3. হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দাউদের মতই মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য তা-ই করতেন।
4. তিনি সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন করলেন ও সমস্ত স্তম্ভ ভেঙ্গে ফেললেন এবং আশেরা-মূর্তি বিনষ্ট করলেন, আর মূসা যে ব্রোঞ্জের সাপ তৈরি করেছিলেন তা ভেঙে ফেললেন। কেননা সেই সময় পর্যন্ত বনি-ইসরাইল তার উদ্দেশে ধূপ জ্বালাত; তিনি তার নাম নহুষ্টন (পিত্তলখণ্ড) রাখলেন।
5. তিনি ইসরাইলের আল্লাহ্ মাবুদের উপর নির্ভর করতেন; আর তাঁর পরে এহুদার বাদশাহ্দের মধ্যে কেউ তাঁর তুল্য হন নি, তাঁর আগেও ছিলেন না।
6. বাস্তবিক মাবুদের প্রতি তিনি আসক্ত ছিলেন, তাঁকে অনুসরণ করা থেকে বিরত হলেন না, বরং মাবুদ মূসাকে যেসব হুকুম দিয়েছিলেন, সেই সমস্ত পালন করতেন।
7. আর মাবুদ তাঁর সহবর্তী ছিলেন; তিনি যে কোন স্থানে যেতেন, বুদ্ধিপূর্বক চলতেন; আর তিনি আসেরিয়ার বাদশাহ্র অধীনতা অস্বীকার করলেন, তাঁর গোলামী আর করলেন না।
8. তিনি গাজা ও তার সীমা পর্যন্ত, প্রহরীদের উঁচু পাহারা-ঘর থেকে প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত, ফিলিস্তিনীদের আক্রমণ করলেন।
9. হিষ্কিয় বাদশাহ্র চতুর্থ বছরে, অর্থাৎ ইসরাইলের বাদশাহ্ এলার পুত্র হোসিয়ার সপ্তম বছরে আসেরিয়ার বাদশাহ্ শালমানেসার সামেরিয়ার বিরুদ্ধে তা অবরোধ করলেন।