২ বাদশাহ্‌নামা 15:12-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. মাবুদ যেহূকে এই কথা বলেছিলেন, চতুর্থ পুরুষ পর্যন্ত তোমার বংশ ইসরাইলের সিংহাসনে বসবে; তা সফল হল।

13. এহুদার বাদশাহ্‌ উষিয়ের ঊনচল্লিশ বছরে যাবেশের পুত্র শল্লুম রাজত্ব করতে আরম্ভ করেন এবং এক মাস সামেরিয়াতে রাজত্ব করেন।

14. পরে গাদির পুত্র মনহেম তির্সা থেকে উঠে গেলেন, সামেরিয়াতে উপস্থিত হলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে সামেরিয়াতে আঘাত করে হত্যা করলেন এবং তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

২ বাদশাহ্‌নামা 15