20. ইরাস্ত করিন্থে রয়েছেন এবং ত্রফিম অসুস্থ হওয়াতে আমি তাঁকে মিলেটাস বন্দরে রেখে এসেছি।
21. তুমি শীতকালের আগে আসতে চেষ্টা করো। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাইয়েরা তোমাকে সালাম জানাচ্ছেন।
22. প্রভু তোমার রূহের সহবর্তী হোন। রহমত তোমাদের সহবর্তী হোক।