২ তীমথিয় 2:12-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. যদি সহ্য করি, তাঁর সঙ্গে রাজত্বওকরবো;যদি তাঁকে অস্বীকার করি,তবে তিনিও আমাদেরকে অস্বীকারকরবেন।

13. আমরা যদি অবিশ্বস্ত হই,তবুও তিনি বিশ্বস্ত থাকেন;কারণ তিনি নিজেকে অস্বীকার করতেপারেন না।

14. এসব কথা সকলকে স্মরণ করিয়ে দাও, প্রভুর সাক্ষাতে তাদের সাবধান কর, যেন লোকেরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলে, কেননা তাতে কোন ফল হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়।

২ তীমথিয় 2