1. মাবুদের এবাদতখানা ও নিজের রাজপ্রাসাদ, এই দু’টি গৃহ নির্মাণ করতে সোলায়মানের বিশ বছর লাগল।
2. এর পরে, হূরম সোলায়মানকে যে সমস্ত নগর দিয়েছিলেন, সোলায়মানকে সেগুলো পুন-নির্মাণ করে সেই স্থানে বনি-ইসরাইলদেরকে বাস করালেন।
3. পরে সোলায়মান হমাৎ-সোবাতে গিয়ে তা বশীভূত করলেন।