২ খান্দাননামা 17:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তাঁর পরে যিহোহানন সেনাপতি, তাঁর সঙ্গে দুই লক্ষ আশি হাজার লোক ছিল।

16. তাঁর পরে সিখ্রির পুত্র অমসিয়; সেই ব্যক্তি নিজেকে মাবুদের উদ্দেশে স্বেচ্ছায় নিয়োজিত করেছিলেন; তাঁর সঙ্গে দুই লক্ষ বলবান বীর ছিল।

17. আর বিন্‌ইয়ামীনের মধ্যে বলবান বীর ইলিয়াদা, তাঁর সঙ্গে দুই লক্ষ তীরন্দাজ ও ঢালী ছিল।

18. তাঁর পরে ছিল যিহোষাবদ; তাঁর সঙ্গে যুদ্ধ করার জন্য সজ্জিত এক লক্ষ আশি হাজার লোক ছিল। এঁরা বাদশাহ্‌র পরিচর্যা করতেন।

19. এঁদের ছাড়া বাদশাহ্‌ এহুদার সর্বত্র প্রাচীরবেষ্টিত নগরে কর্মচারী রাখতেন।

২ খান্দাননামা 17