২ খান্দাননামা 16:13-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. পরে আসা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন, তাঁর রাজত্বের একচল্লিশ বছরে ইন্তেকাল করলেন।

14. আর তিনি দাউদ-নগরে নিজের জন্য যে কবর খনন করেছিলেন, তার মধ্যে লোকেরা তাঁকে দাফন করলো এবং গন্ধবণিকের প্রক্রিয়াতে প্রস্তুত নানা রকম সুগন্ধি দ্রব্যে পরিপূর্ণ বিছানায় তাঁকে শয়ন করাল, আর তাঁর সম্মানে একটি বড় আগুন জ্বালাল।

২ খান্দাননামা 16