1. ফিলিস্তিনীরা আল্লাহ্র সিন্দুক নিয়ে এবন্-এষর থেকে অস্দোদে এনেছিল।
2. পরে ফিলিস্তিনীরা আল্লাহ্র সিন্দুক দাগোন দেবতার বাড়িতে নিয়ে গিয়ে দাগোনের পাশে স্থাপন করলো।
3. পরদিন অস্দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখলো মাবুদের সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হয়ে পড়ে আছে; তাতে তারা দাগোনকে তুলে পুনর্বার স্বস্থানে স্থাপন করলো।