পরে তাঁর গোলামেরা তাঁকে বললো, দেখুন, আমরা শুনেছি, ইসরাইল-কুলের বাদশাহ্রা দয়ালু বাদশাহ্, আরজ করি, আমরা কোমরে চট পরে মাথায় দড়ি দিয়ে বের হয়ে ইসরাইলের বাদশাহ্র কাছে যাই, হয় তো তিনি আপনার প্রাণ রক্ষা করবেন।