4. সেই স্থানে তুমি স্রোতের পানি পান করতে পাবে, আর আমি কাকদেরকে তোমার খাদ্যদ্রব্য যোগাবার হুকুম দিয়েছি।
5. তখন তিনি গিয়ে মাবুদের কালাম অনুসারে কাজ করলেন, জর্ডানের সম্মুখস্থ করীৎ স্রোতের ধারে গিয়ে অবস্থিতি করলেন।
6. আর কাকেরা তাঁর জন্য খুব ভোরে রুটি ও গোশ্ত এবং সন্ধ্যাবেলাও রুটি ও গোশ্ত এনে দিত; আর তিনি স্রোতের পানি পান করতেন।
7. কিছুকাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ঐ স্রোত শুকিয়ে গেল।