১ থিষলনীকীয় 5:23-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. আর শান্তির আল্লাহ্‌ নিজে তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমপূর্ণ রূহ্‌, প্রাণ ও দেহ আমাদের ঈসা মসীহের আগমন কালে অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।

24. যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনিই তা করবেন।

25. ভাইয়েরা, আমাদের জন্য মুনাজাত কর।

26. সকল ভাইকে পবিত্র চুম্বনে সালাম জানাও।

27. আমি তোমাদেরকে প্রভুর দোহাই দিয়ে বলছি, সমস্ত ভাইয়ের কাছে যেন এই পত্র পাঠ করা হয়।

28. আমাদের ঈসা মসীহের রহমত তোমাদের সহবর্তী হোক।

১ থিষলনীকীয় 5