১ তীমথিয় 2:9-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. সেইভাবে স্ত্রীলোকেরাও ভদ্র ও মার্জিতভাবে পরিপাটি বেশে নিজদেরকে ভূষিত করুক; নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা, বা মুক্তা, বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়,

10. কিন্তু— যারা আল্লাহ্‌ ভক্তির দাবী রাখে এমন স্ত্রীলোকদের যোগ্য— সৎকাজে ভূষিত হোক।

11. সমপূর্ণ বাধ্য থেকে মৌনভাবে স্ত্রীলোকেরা শিক্ষা গ্রহণ করুক।

12. আমি উপদেশ দেবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করার অনুমতি স্ত্রীলোকে দেই না, কিন্তু মৌনভাবে থাকতে বলি।

13. কারণ প্রথমে আদমকে, পরে হাওয়াকে নির্মাণ করা হয়েছিল।

14. আর আদম যে ছলনায় ভুলেছিলেন তা নয়, কিন্তু স্ত্রীলোক ছলনায় ভুলে আল্লাহ্‌র হুকুম অমান্য করেছিলেন।

১ তীমথিয় 2