13. কারণ প্রথমে আদমকে, পরে হাওয়াকে নির্মাণ করা হয়েছিল।
14. আর আদম যে ছলনায় ভুলেছিলেন তা নয়, কিন্তু স্ত্রীলোক ছলনায় ভুলে আল্লাহ্র হুকুম অমান্য করেছিলেন।
15. তবুও যদি আত্মসংযমের সঙ্গে ঈমান, মহব্বত ও পবিত্রতায় স্থির থাকে তবে স্ত্রীলোক সন্তান প্রসবের মধ্য দিয়ে উদ্ধার পাবে।