১ খান্দাননামা 8:6-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।

7. আর তিনি নামান, অহিয় ও গেরা, এঁঁদেরকে বন্দী করে নিয়ে গেলেন; তাঁর পুত্র উষঃ ও অহীহূদ।

8. আর তিনি তাঁদেরকে বিদায় করার পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রদেরকে জন্ম দিলেন, তাঁর স্ত্রীর হূশীম ও বারা।

১ খান্দাননামা 8