29. আর মানাশা-বংশের লোকদের সীমার পাশে অবস্থিত বৈৎ-শান ও তার সমস্ত উপনগর, তানক ও তার সমস্ত উপনগর, মগিদ্দো ও তার সমস্ত উপনগর, দোর ও তার সমস্ত উপনগর। এসব স্থানে ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানেরা বাস করতো।
30. আশেরের সন্তান যিম্ন, যিশ্বাঃ যিশ্বী ও বরীয় এবং তাদের বোন সেরহ।
31. বরীয়ের সন্তান হেবর ও বির্ষোতের পিতা মল্কিয়েল।