১ খান্দাননামা 7:24-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. আর তাঁর কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরুন ও উষেণ-শীরা নির্মাণ করালেন।

25. বরীয়ের পুত্র রেফহ ও রেশফ, এর পুত্র তেলহ, তার পুত্র তহন,

26. তার পুত্র লাদন, তার পুত্র অম্মীহূদ, তার পুত্র ইলীশামা;

27. তার পুত্র নূন, তার পুত্র ইউসা।

28. এদের অধিকার ও নিবাস্থান বেথেল ও তার সমস্ত উপনগর এবং পূর্ব দিকে নারণ ও পশ্চিম দিকে গেষর ও তার সমস্ত উপনগর; আর শিখিম ও তার সমস্ত উপনগর, গাজা ও তার সমস্ত উপনগর পর্যন্ত।

29. আর মানাশা-বংশের লোকদের সীমার পাশে অবস্থিত বৈৎ-শান ও তার সমস্ত উপনগর, তানক ও তার সমস্ত উপনগর, মগিদ্দো ও তার সমস্ত উপনগর, দোর ও তার সমস্ত উপনগর। এসব স্থানে ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানেরা বাস করতো।

30. আশেরের সন্তান যিম্ন, যিশ্‌বাঃ যিশ্‌বী ও বরীয় এবং তাদের বোন সেরহ।

31. বরীয়ের সন্তান হেবর ও বির্ষোতের পিতা মল্কিয়েল।

32. হেবরের সন্তান যফ্‌লেট, শোমের ও হোথম এবং এদের বোন শূয়া।

33. যফ্‌লেটের সন্তান পাসক, বিম্‌হল ও অশ্বৎ, এসব যফ্‌লেটের সন্তান।

১ খান্দাননামা 7