১ খান্দাননামা 6:65-70 কিতাবুল মোকাদ্দস (BACIB)

65. তারা গুলিবাঁট দ্বারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন সন্তানদের বংশ ও বিন্‌ইয়ামীন সন্তানদের বংশ থেকে স্ব স্ব নামে উল্লিখিত এসব নগর তাদেরকে দিল।

66. কহাতীয়দের কোন কোন গোষ্ঠী আফরাহীম বংশ থেকে যার যার অধিকার হিসেবে নগর পেল।

67. তারা তাদেরকে পর্বতময় আফরাহীম প্রদেশস্থ আশ্রয়-নগর শিখিম ও তার চারণ-ভূমি, আর চারণ-ভূমির সঙ্গে গেষর,

68. চারণ-ভূমির সঙ্গে যক্‌মিয়াম, চারণ-ভূমির সঙ্গে বৈৎ-হোরণ,

69. চারণ-ভূমির সঙ্গে অয়ালোন ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ;

70. এবং মানশার অর্ধেক বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে আনের, চারণ-ভূমির সঙ্গে বিল্‌য়ম, কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীর জন্য দিল।

১ খান্দাননামা 6