১ খান্দাননামা 6:6-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. উষির পুত্র সরহিয়, সরহিয়ের পুত্র মরায়োৎ,

7. মরায়োতের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,

8. অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র অহীমাস,

9. অহীমাসের পুত্র অসরিয়, অসরিয়ের পুত্র যোহানন,

10. যোহাননের পুত্র অসরিয়; ইনি জেরুশালেমে সোলায়মানের নির্মিত গৃহে ইমামের কাজ করতেন।

11. আর অসরিয়ের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,

12. অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম,

১ খান্দাননামা 6