১ খান্দাননামা 6:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. লেবির সন্তান গের্শোন, কহাৎ ও মরারি।

2. কহাতের সন্তান, অম্রাম, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল।

3. ইমরানের সন্তান হারুন, মূসা এবং মরিয়ম; আর হারুনের সন্তান নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

4. ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,

5. অবিশূয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উষি,

6. উষির পুত্র সরহিয়, সরহিয়ের পুত্র মরায়োৎ,

১ খান্দাননামা 6