25. তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্র বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে করলো এবং আল্লাহ্ সেই দেশীয় যে জাতিদের তাদের সম্মুখ থেকে ধ্বংস করেছিলেন, তারা তাদের দেবতাদের পিছনে চলে জেনাকারী হল।
26. তাতে ইসরাইলের আল্লাহ্ আসেরিয়ার বাদশাহ্ পূলের মন, আসেরিয়ার বাদশাহ্ তিল্গৎ-পিলনেষরের মন উত্তেজিত করলেন, আর তিনি তাদের অর্থাৎ রূবেণীয় ও গাদীয়দেরকে এবং মানশার অর্ধেক বংশকে নিয়ে গিয়ে হেলহে, হাবোরে, হারাতে ও গোষন নদীতীরে উপস্থিত করলেন; আজও তারা সেই স্থানে আছে।