18. যিয্হরের সন্তানদের মধ্যে শলোমীৎ প্রধান।
19. হেবরনের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরীয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।
20. উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিকাহ্ ও দ্বিতীয় যিশিয়।
21. মরারির পুত্র মহলি ও মূশি। মহলির পুত্র ইলিয়াসর ও কীশ।
22. ইলিয়াসর ইন্তেকাল, তাঁর পুত্র ছিল না, কেবল কয়েক জন কন্যা ছিল, আর তাদের জ্ঞাতি কীশের পুত্ররা তাদেরকে বিয়ে করলো।