১ খান্দাননামা 2:27-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

27. যিরহমেলের জ্যেষ্ঠ পুত্র রামের সন্তান মাষ, যামীন ও একর।

28. ওনমের সন্তান শম্ময় ও যাদা এবং শম্ময়ের সন্তান নাদব ও অবীশূর।

29. অবীশূরের স্ত্রীর নাম অবীহয়িল; সে তার ঔরসে অহবান ও মোলীদকে প্রসব করলো।

30. নাদবের পুত্র সেলদ ও অপ্পয়িম, কিন্তু সেলদ অপুত্রক হয়ে ইন্তেকাল করলো।

31. অপ্পয়িমের পুত্র যিশী ও যিশীর পুত্র শেশন ও শেশনের পুত্র অহলয়।

32. শম্ময়ের ভাই যাদার পুত্র যেথর ও যোনাথন; যেথর অপুত্রক হয়ে ইন্তেকাল করলেন।

33. যোনাথনের পুত্র পেলৎ ও সাসা। এরা যিরহমেলের সন্তান।

34. শেশনের পুত্র ছিল না, কেবল কন্যা ছিল, আর যার্হা নামে শেশনের এক জন মিসরীয় গোলাম ছিল।

35. পরে শেশন তার গোলাম যার্হার সঙ্গে তার কন্যার বিয়ে দিল, আর সে তার ঔরসে অত্তয়কে প্রসব করলো।

36. অত্তয়ের পুত্র নাথন, নাথনের পুত্র সাবদ;

37. সাবদের পুত্র ইফ্‌লল, ইফ্‌লনের পুত্র ওবেদ;

38. ওবেদের পুত্র যেহূ, যেহূর পুত্র অসরিয়;

১ খান্দাননামা 2