১ খান্দাননামা 2:10-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. রামের পুত্র অম্মীনাদব ও অম্মীনাদবের পুত্র এহুদা-সন্তানদের নেতা নহশোন।

11. আর নহশোনের পুত্র সল্‌মোন ও সলমোনের পুত্র বোয়স।

12. বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র ইয়াসি।

13. ইয়াসির জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীদানব, তৃতীয়, শম্ম,

14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,

15. ষষ্ঠ ওৎসম, সপ্তম দাউদ।

১ খান্দাননামা 2