21. দুনিয়ার মধ্যে আর কোন্ জাতি তোমার লোক ইসরাইলের মত? তুমি আল্লাহ্ তাকে তোমার লোক করার জন্য মুক্ত করতে গিয়েছিলে, যেন মিসর থেকে মুক্ত তোমার লোকদের সম্মুখ থেকে জাতিদেরকে, বিতাড়িত করার সময়ে নানা রকম মহৎ ও ভয়ংকর কাজ দ্বারা তোমার নাম প্রতিষ্ঠিত কর।
22. তুমি তো তোমার লোক ইসরাইলকে চিরকালের জন্য তোমার লোক করেছ, আর হে মাবুদ, তুমিই তাদের আল্লাহ্ হয়েছ।
23. এখন হে মাবুদ, তুমি তোমার গোলাম ও তার কুলের বিষয়ে যে কালাম বলেছ, তা চিরকালের জন্য স্থিরীকৃত হোক; যেমন বলেছ, সেই অনুসারে কর।
24. তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হোক; লোকে বলুক, বাহিনীগণের মাবুদই ইসরাইলের আল্লাহ্, ইসরাইলের পক্ষীয় আল্লাহ্, আর তোমার গোলাম দাউদের কুল তোমার সাক্ষাত সুস্থির।