12. সেই আমার জন্য একটি গৃহ নির্মাণ করবে এবং আমি তার সিংহাসন চিরস্থায়ী করবো।
13. আমি তার পিতা হব ও সে আমার পুত্র হবে এবং যে তোমার আগে ছিল তার কাছ থেকে যেমন আমার অটল মহব্বত প্রত্যাহার করেছিলাম, তেমনি এর থেকে তা প্রত্যাহার করবো না।
14. কিন্তু আমার বাড়িতে ও আমার রাজ্যে তাকে চিরকাল স্থির রাখবো এবং তার সিংহাসন চিরস্থায়ী হবে।
15. নাথন দাউদকে এ সব কালাম ও দর্শন অনুসারে কথা বললেন।
16. তখন বাদশাহ্ দাউদ ভিতরে গিয়ে মাবুদের সম্মুখে বসলেন, আর বললেন, হে মাবুদ আল্লাহ্, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এই পর্যন্ত এনেছ?