১ খান্দাননামা 16:32-36 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. সমুদ্র ও তার মধ্যেকার সকলে গর্জন করুক,ক্ষেত ও তার মধ্যেকার সকলই উল্লসিত হোক।

33. তখন বনের সমস্ত গাছ মাবুদের সাক্ষাতে আনন্দে গান করবে;কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।

34. মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

35. তোমরা বল, হে আমাদের নাজাতের আল্লাহ্‌, উদ্ধার কর,আমাদেরকে সংগ্রহ কর,জাতিদের হাত থেকে উদ্ধার কর,যেন আমরা তোমার পবিত্র নামের প্রশংসা-গজল করি,যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।

36. মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্‌,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।পরে সকল লোক বললো আমিন, আর মাবুদের প্রশংসা করলো।

১ খান্দাননামা 16