১ খান্দাননামা 16:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে লোকেরা আল্লাহ্‌র সিন্দুক ভিতরে এনে, দাউদ তার জন্য যে তাঁবু স্থাপন করেছিলেন, তার মধ্যে রাখল এবং আল্লাহ্‌র সম্মুখে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী দেওয়া হল।

2. আর দাউদ পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানীর কাজ শেষ করার পর মাবুদের নামে লোকদেরকে দোয়া করলেন।

3. আর সমস্ত ইসরাইলের মধ্যে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক স্ত্রীলোককে একখানা করে রুটি ও এক খণ্ড গোশ্‌ত ও একখানা আঙ্গুরের পিঠা দিলেন।

১ খান্দাননামা 16