১ খান্দাননামা 14:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. যিভর, ইলীশূয়, ইপ্পেলট

6. নোগহ, নেফগ, যাফিয়,

7. ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।

8. ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, যে দাউদ সমস্ত ইসরাইলের বাদশাহ্‌র পদে অভিষিক্ত হয়েছেন, তখন ফিলিস্তিনী সমস্ত লোক দাউদের খোঁজে উঠে এল; দাউদ তা শুনে তাদের বিরুদ্ধে বের হলেন।

9. আর ফিলিস্তিনীরা এসে রফায়ীম উপত্যকায় ব্যাপ্ত হল।

১ খান্দাননামা 14