12. আর দাউদ সেদিন আল্লাহ্কে ভয় পেয়ে বললেন; আল্লাহ্র সিন্দুক কিভাবে আমার কাছে আনবো?
13. তাই দাউদ সেই সিন্দুক দাউদ-নগরে নিজের কাছে না এনে পথের পাশে অবস্থিত গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে নিয়ে রাখলেন।
14. আর আল্লাহ্র সিন্দুক ওবেদ-ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে তিন মাস থাকলো; তাতে মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়াযুক্ত করলেন।