28. আর বীর্যবান যুবক সাদোক ও তাঁর পিতৃকুলের বাইশ জন সেনাপতি।
29. আর তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীন-বংশের লোকদের মধ্যে তিন হাজার লোক; কারণ সেই সময় পর্যন্ত তাদের অধিকাংশ লোক তালুতের কুলের বশ্যতা স্বীকার করতো।
30. আর আফরাহীম-সন্তানদের মধ্যে বিশ হাজার আট শত বলবান বীর, তারা যার যার পিতৃকুলে বিখ্যাত ছিলেন।