হেদায়েতকারী 4:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. পরে আমি সমস্ত পরিশ্রম ও কর্ম-কৌশল দেখে বুঝলাম, এতে মানুষ প্রতিবেশীর ঈর্ষাভাজন হয়; এও অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।

5. হীনবুদ্ধি হাত জড়সড় করে নিজের মাংস ভোজন করে।

6. পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টির চেয়ে শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।

হেদায়েতকারী 4