12. পরে বাছুরটির কিঞ্চিৎ রক্ত নিয়ে আঙ্গুল দিয়ে কোরবানগাহ্র শিংগুলোর উপরে দেবে এবং কোরবানগাহ্র গোড়ায় সমস্ত রক্ত ঢেলে দেবে।
13. আর তার অন্ত্রগুলোর উপরি-ভাগের সমস্ত চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো ও দু’টি বৃক্ক ও সেগুলোর উপরিভাগের চর্বি নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে।
14. কিন্তু বাছুরটির গোশ্ত ও তার চামড়া ও গোবর শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দেবে; তা গুনাহ্-কোরবানী।
15. পরে তুমি প্রথম ভেড়াটি আনবে এবং হারুন ও তার পুত্ররা সেই ভেড়ার মাথায় হাত রাখবে।
16. পরে তুমি সেই ভেড়াটি জবেহ্ করে তার রক্ত নিয়ে কোরবানগাহ্র উপরে চারদিকে ছিটিয়ে দেবে।