হিজরত 15:11-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. হে মাবুদ, দেবতাদের মধ্যেকে তোমার মত?কে তোমার মত পবিত্রতায় আদরণীয়,প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?

12. তুমি তোমার ডান হাত বাড়িয়ে দিলে,দুনিয়া ওদেরকে গ্রাস করলো।

13. তুমি যে লোকদের মুক্ত করেছ,তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো,তুমি তোমার পরাক্রমে তাদেরতোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।

14. সমস্ত জাতি এসব শুনলো,ভীষণ ভয়ে কাঁপতে লাগল,ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্তহয়ে পড়লো।

15. তখন ইদোমের দলপতিরাভয়ে দিশেহারা হল;মোয়াবের নেতৃবর্গ কাঁপতে লাগল;কেনান-নিবাসী সকলে গলে গেল।

16. ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে;তোমার বাহুবলে তারা পাথরের মতস্তব্ধ হয়ে আছে;যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরাউত্তীর্ণ না হয়,যাবৎ তোমার ক্রয় করা লোকেরাউত্তীর্ণ না হয়।

হিজরত 15