হাবাক্কুক 3:16-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. আমি শুনলাম, আমার অন্তর কাঁপতে লাগল,সেই শব্দে আমার ওষ্ঠাধর কেঁপে উঠলো,আমার অস্থিতে পচন প্রবেশ করলো,আমি স্বস্থানে কাঁপতে লাগলাম,কারণ আমাকে বিশ্রাম করতে হবে,সঙ্কটের দিনের অপেক্ষায়,যখন আক্রমণকারীরা আসবে লোকদের বিরুদ্ধে।

17. যদিও ডুমুর গাছ পুষ্পিত হবে না,আঙ্গুরলতায় ফুল ধরবে না,জলপাই গাছ ফলদানে ব্যর্থ হবে,ও ক্ষেতে খাদ্যদ্রব্য উপন্ন হবে না,খোঁয়াড় থেকে ভেড়ার পাল উচ্ছিন্ন হবে,গোয়ালে গরু থাকবে না;

18. তবু আমি মাবুদে আনন্দ করবো,আমার নাজাতের আল্লাহ্‌তে উল্লসিত হবো।

19. সার্বভৌম মাবুদ আমার বল,তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন,তিনি আমার উচ্চস্থলীগুলো দিয়ে আমাকে চলাচল করাবেন।প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।

হাবাক্কুক 3