14. কারণ সমুদ্র যেমন পানিতে আচ্ছন্ন, তেমনি দুনিয়া মাবুদের মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে।
15. ধিক্ তাকে, যে তার প্রতিবেশীকে পান করায়;তুমি ভাণ্ডে তোমার বিষ মিশিয়ে থাক,আবার তাকে মাতাল করে থাক,যেন তুমি তাদের উলঙ্গতা দেখতে পাও।
16. তুমি সম্মানের পরিবর্তে অপমানেই পরিপূর্ণ হয়েছ; তুমিও পান করে উলঙ্গ হও; মাবুদের ডান হাতের পানপাত্র তোমার দিকে ফিরান যাবে ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হবে।