12. আমার নিজের আঙ্গুরক্ষেত আমার সম্মুখে;হে সোলায়মান, সেই হাজার মুদ্রা তোমারই হবে।দুই শত মুদ্রা কৃষকদের থাকবে।----
13. অয়ি উপবন-বাসিনী!সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে,আমাকে তা শুনতে দাও।----
14. হে আমার প্রিয়, শীঘ্র চল,সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে,কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চার মত হও।