5. আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম;তখন গন্ধরসে আমার হাত ভিজল,আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল,অর্গলের হাতলের উপরে।
6. আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলে দিলাম;কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন;তিনি কথা বললে আমার প্রাণ উড়ে গিয়েছিল;আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না,আমি তাঁকে ডাকলাম, তিনি আমাকে জবাব দিলেন না।
7. নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল,তারা আমাকে প্রহার করলো, ক্ষতবিক্ষত করলো,প্রাচীরের প্রহরীরা আমার চাদর কেড়ে নিল।
8. অয়ি! জেরুশালেমের কন্যারা!আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও,তবে তাঁকে বলো যে, আমি প্রেম-পীড়িতা।----
9. অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট?অয়ি নারীকুল-সুন্দরি!অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে,তুমি আমাদেরকে এরকম কসম দিচ্ছ?