সোলায়মান 5:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি নিদ্রিতা ছিলাম,কিন্তু আমার হৃদয় জেগেছিল;আমার প্রিয়ের স্বর,তিনি দ্বারে আঘাত করে বললেন,

2. ‘আমায় দুয়ার খুলে দাও;অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি!কারণ আমার মাথা ভিজে গেছে শিশিরে,আমার কেশপাশ রাতের কুয়াশায়।’

3. ‘আমি আমার পোশাক খুলেছি,কেমন করে পরবো?আমি পা দুখানি ধুয়েছি,কেমন করে মলিন করবো?’

4. আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়ে তাঁর হাত ঢুকালেন,তাঁর জন্য আমার অন্তর ব্যাকুল হল।

5. আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম;তখন গন্ধরসে আমার হাত ভিজল,আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল,অর্গলের হাতলের উপরে।

সোলায়মান 5