সোলায়মান 4:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,দেখ, তুমি সুন্দরী;ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কবুতরের মত;তোমার কেশপাশ এমন ছাগল পালের মত,যারা গিলিয়দ-পর্বতের পাশে শুয়ে থাকে।

2. তোমার দাঁতগুলো ছিন্নলোমা ভেড়ীর পালের মত,যারা গোসল করে উঠে এসেছে,যাদের সকলের যমজ বাচ্চা আছে,যাদের মধ্যে একটিও মৃত বাচ্চা নেই।

3. তোমার ওষ্ঠাধর লাল রংয়ের সুতার মত,তোমার মুখ অতি মনোহর,তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।

সোলায়মান 4