সোলায়মান 3:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. রাতের বেলায় আমি আমার বিছানায় আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করছিলাম,খোঁজ করছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।

2. বললাম, আমি এখন উঠে নগরে ভ্রমণ করবো,গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করবো,আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করবো;খোঁজ করেছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।

3. নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল,আমি বললাম, তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখেছ?

সোলায়মান 3