সোলায়মান 1:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. এটি সবচেয়ে সুন্দর গজল। এই গজল সোলায়মানের।

2. তিনি তাঁর মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন;কারণ তোমার মহব্বত আঙ্গুর-রস থেকেও উত্তম।

3. তোমার সুগন্ধি তেল সৌরভে উৎকৃষ্ট;তোমার নাম ঢেলে দেওয়া সুগন্ধি তেলের মত;এই জন্যই কুমারীরা তোমাকে মহব্বত করে।

4. আমাকে আকর্ষণ কর।আমরা তোমার পিছনে দৌড়াব।বাদশাহ্‌ নিজের অন্তঃপুরে আমাকে এনেছেন।আমরা তোমাতে উল্লসিতা হব, আনন্দ করবো,আঙ্গুর-রস থেকেও তোমার প্রেমের কথা বেশি উল্লেখ করবো;লোকে ন্যায়ত তোমাকে মহব্বত করে।

5. অয়ি জেরুশালেমের কন্যারা।আমি কালো রংয়ের, কিন্তু সুন্দরী,কায়দারের তাঁবুর মত, সোলায়মানের পর্দার মত।

সোলায়মান 1