32. ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ;
33. পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড় একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা;
34. গুনাহ্-কোরবানীর জন্য একটি ছাগল;
35. ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব শদেয়ুরের পুত্র ইলীষুরের উপহার।
36. পঞ্চম দিনে শিমিয়োন-সন্তানদের নেতা সূরীশদ্দয়ের পুত্র শনুমীয়েল উপহার আনলেন।