40. আর কেনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কেনানীয় অরাদের বাদশাহ্ বনি-ইসরাইলদের আগমন সংবাদ শুনলেন।
41. পরে তারা হোর পর্বত থেকে যাত্রা করে সল্মোনাতে শিবির স্থাপন করলো।
42. সল্মোনা থেকে যাত্রা করে পূনোনে শিবির স্থাপন করলো।
43. পূনোন থেকে যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করলো।
44. ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করলো।
45. ইয়ীম থেকে যাত্রা করে দীবোন-গাদে শিবির স্থাপন করলো।
46. দীবোন-গাদ থেকে যাত্রা করে অল্মোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করলো।
47. অল্মোন-দিব্লাথয়িম থেকে যাত্রা করে নবোর সম্মুখস্থিত পর্বতময় অবারীম অঞ্চলে শিবির স্থাপন করলো।
48. পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে জেরিকোর নিকটবর্তী জর্ডানের কাছে মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করলো;
49. সেখানে জর্ডানের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করে রইলো।
50. তখন জেরিকোর নিকটবর্তী জর্ডান নদীর পাশে মোয়াবের উপত্যকাতে মাবুদ মূসাকে বললেন,