17. লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।
18. নিজ নিজ গোষ্ঠী অনুসারে গের্শোনের সন্তানদের নাম লিব্নি ও শিমিয়ি।
19. আর নিজ নিজ গোষ্ঠী অনুসারে কহাতীয়দের নাম অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল।
20. এবং নিজ নিজ গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সকলে নিজ নিজ পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।