শুমারী 24:2-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. বালাম চোখ তুলে দেখলো, ইসরাইলরা গোষ্ঠীর ক্রম অনুযায়ী বাস করছে; আর আল্লাহ্‌র রূহ্‌ তার উপরে আসলেন।

3. তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,বিয়োরের পুত্র বালাম বলছে,যার চোখ খোলা, সেই পুরুষ বলছে;

4. যে আল্লাহ্‌র কালাম শোনে,যে সর্বশক্তিমানের দর্শন পায়,সে সেজদায় পড়েছে ও যার চোখ খুলেগেছে সে বলছে;

5. হে ইয়াকুব, তোমার সমস্ত তাঁবু,হে ইসরাইল,তোমার শরীয়ত-তাঁবুগুলো কেমনমনোহর।

শুমারী 24