শুমারী 23:12-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. সে জবাবে বললো, মাবুদ আমার মুখে যে কথা দেন, সাবধান হয়ে তা-ই বলা কি আমার উচিত নয়?

13. বালাক বললেন, আরজ করি, অন্য স্থানে আমার সঙ্গে আসুন, আপনি সেই স্থান থেকে তাদেরকে দেখতে পাবেন। আপনি তাদের প্রান্তভাগ মাত্র দেখতে পাবেন, সম্পূর্ণ দেখতে পাবেন না; ঐ স্থান থেকে আমার জন্য তাদেরকে বদদোয়া দিন।

14. তখন বালাক তাকে পিস্‌গার শৃঙ্গস্থিত সোফীম মাঠে নিয়ে গিয়ে সেই স্থানে সাতটি কোরবানগাহ্‌ তৈরি করলেন, আর প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।

15. পরে সে বালাককে বললো, আমি যতক্ষণ ঐ স্থানে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করি, ততক্ষণ আপনি এই স্থানে আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন।

16. পরে মাবুদ বালামের কাছে দেখা দিয়ে তার মুখে একটি কালাম দিলেন এবং বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।

17. তাতে সে তাঁর কাছে উপস্থিত হল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন। আর বালাক তাকে জিজ্ঞাসা করলেন, মাবুদ কি বললেন?

18. তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,উঠ, বালাক, শোন;হে সিপ্পোরের পুত্র, আমার কথায়কান দাও;

19. আল্লাহ্‌ মানুষ নন যে, মিথ্যা বলবেন;তিনি মানুষের-সন্তান নন যে, অনুশোচনাকরবেন;তিনি যা বলেছেন তা কি করবেন না?তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি সিদ্ধকরবেন না?

20. দেখ, আমি দোয়া করার হুকুম পেলাম,তিনি দোয়া করেছেন, আমি অন্যথাকরতে পারি না।

শুমারী 23