শুমারী 21:27-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

27. এজন্য কবিরা বলেন,তোমরা হিষ্‌বোনে এসো,সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;

28. কেননা হিষ্‌বোন থেকে আগুন,সীহোনের নগর থেকে আগুনের শিখাবের হয়েছে;তা মোয়াবের আর্‌ নগরকে,অর্ণোনের মালভূমির অধিপতিদেরগ্রাস করেছে।

29. হে মোয়াব, ধিক্‌ তোমাকে।হে কমোশের প্রজারা, তোমরাবিনষ্ট হলে।সে তার পুত্রদেরকে পলাতকরূপে,তার কন্যাদেরকে বন্দীরূপে তুলে দিল—আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের হাতে।

30. আমরা তাদেরকে তীর মেরেছি;হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছে;আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি,যা মেদবা পর্যন্ত বিস্তৃত।

31. এভাবে ইসরাইল আমোরীয়দের দেশে বাস করতে লাগল।

শুমারী 21