শুমারী 21:16-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে আসলো। এটি সেই কূপ, যার বিষয়ে মাবুদ মূসাকে বললেন, তুমি লোকদেরকে একত্র কর, আমি তাদেরকে পানি দেব।

17. সেই সময় ইসরাইল এই গজল গাইল—হে কূপ, উচ্ছলিত হও;তোমরা এর উদ্দেশে গান কর;

18. এটি নেতৃবর্গের খনিত কূপ,রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়েলোকদের রাজপুরুষেরা এটাখনন করেছেন।

19. পরে তারা মরুভূমি থেকে মত্তানায়,

20. মত্তানা থেকে নহলীয়েলে, নহলীয়েল থেকে বামোতে ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির অভিমুখ পিস্‌গা শৃঙ্গে গমন করলো।

শুমারী 21