5. তার পাশে ইষাখর-বংশ শিবির স্থাপন করবে এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-বংশের লোকদের নেতা হবে।
6. তার সৈন্য, তার গণনা-করা লোক চুয়ান্ন হাজার চার শত জন।
7. আর সবূলূন-বংশ সেখানে থাকবে; হেলোনের পুত্র ইলীয়াব সবূলূন-বংশের লোকদের নেতা হবে।
8. তার সৈন্য, তার গণনা-করা লোক সাতান্ন হাজার চার শত জন।